চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১৯৬ কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু হয়েছে।
সকাল ১০টায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার এসব কেন্দ্রে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়।
এবার পরীক্ষায় অংশ নিচ্ছে মাধ্যমিকের প্রায় ১ লাখ ১২ হাজার শিক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী জানান, চট্টগ্রামে এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ৫০টি সাধারণ ভিজিল্যান্স টিম এবং ১০টি স্পেশাল ভিজিল্যান্স টিম মাঠে কাজ করছে।
এসব টিম পরীক্ষা চলাকালীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি