স্বল্প আয়ের মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে রিহ্যাবের কাজ করা দরকার বলে মত দিয়েছেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ (বৃহস্পতিবার) দুপুরে হোটেল রেডিসন ব্লু-তে আয়োজিত চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, একসময় বাসা ভাড়া নিতে অনেক কষ্ট করতে হতো। রিহ্যাবের কল্যাণে এ পরিস্থিতি এখন অনেকটা বদলে গেছে।
এ সময় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, রিহ্যাবের সদস্য না হলে, কোনো আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না।
রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আল-আমিন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম চৌধুরী দোভাষসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি