কক্সবাজারের উখিয়ায় ট্রাকের ধাক্কায় আব্দুল হাকিম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ (মঙ্গলবার) দুপুরে উপজেলার কোটবাজারের দক্ষিণ পাশে গ্যাসপাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কোটবাজার থেকে উখিয়ার দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় রাস্তা নির্মাণ কাজে ব্যবহৃত একটি ডাম্পট্রাক।
এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর বলেন, খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি