৪১ হাজার ৩৯০ পিস ইয়াবাসহ মো. কাজল (১৯) নামে এক মাদক পাচারকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র্যাব- ৭। আজ ভোর রাতে নগরের নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া কাজল কক্সবাজার জেলার রামুর মেরংলোয়া গ্রামের জমির হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী লন্ডন এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান শুরু করে। র্যাব সদস্যরা বাসে তল্লাশি শুরু করলে এক মাদক পাচারকারী পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে ৪১ হাজার ৩৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত এসব ইয়াবার মূল্য আনুমানিক ২ কোটি টাকারও বেশি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি