চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজে ৫ দিন ধরে আটকে থাকার পর নিজ দেশে ফিরছে ১৭ চীনা নাবিক।
আজ (বুধবার) সকালে বিচিং করা ওই জাহাজ থেকে ১৭ নাবিককে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পাঠানো হয়।
সেখান থেকে বিমান যোগে ব্যাংকক হয়ে বাই রোডে নিজ দেশ চীনে যাবেন তারা। গত শনিবার সাগর উপকূলের সোনাইছড়ির লালবাগ শিপইয়ার্ডে জাহাজ কাটার জন্য তাদের রাখা হলেও প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে এসব নাবিককে নিচে নামতে দেয়া হয়নি।
তবে এ ১৭ জন নাবিকের শরীরে কোনও করোনাভাইরাসের অস্তিত্ব নেই বলে দাবি করেছেন, জাহাজ আমদানিকারক এজেন্সির মালিক। চট্টগ্রাম বন্দর মেডিকেল কর্তৃপক্ষ এ বিষয়ে এ গত ৫ ফেব্রুয়ারি একটি রিপোর্ট প্রদান করেন। সর্বশেষ আজ সকল প্রক্রিয়া শেষ করে তাদের নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি