শিবির ক্যাডার সাজ্জাদ আলীর অন্যতম সহযোগী সরওয়ার প্রকাশ বাবলার ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ (বৃহস্পতিবার) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন বলে জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দীন আহমেদ।
তিনি বলেন, সরওয়ারকে পুলিশ সাতদিনের রিমান্ডে চেয়েছিল। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ২৪ অক্টোবর সন্ত্রাসী সরওয়ার-ম্যাক্সন ও একরামের নামে চাঁদাবাজির অভিযোগে যুবলীগের কর্মী নামধারী পাঁচজনকে গ্রেফতার করেছিল বায়েজিদ থানা পুলিশ।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় রিমান্ড মঞ্জুর হয় সরওয়ারের। ৮ ফেব্রুয়ারি দেশে ফেরার পর তাকে গ্রেফতার করে পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি