আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দেয়ায় কোনো ক্ষোভ নেই বলে জানিয়েছেন, আ জ ম নাছির উদ্দিন।
আজ (মঙ্গলবার) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বরং যাকে মনোনয়ন দেয়া হয়েছে তাকে বিজয়ী করার ক্ষেত্রে সব ধরণের সহযোগিতা করবেন বলেও জানান সিটি মেয়র।
তবে নির্বাচনে পুনরায় মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে তিনি ‘ষড়যন্ত্রের শিকার’ হয়েছেন বলে মন্তব্য করেন।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক ম. শামশুল ইসলামসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি