পিরোজপুরে কয়েক সপ্তাহের ব্যবধানে আবার এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। সদর উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে আজ শনিবার ভোররাতে একটি মন্দিরের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে জানান পিরোজপুর সদর থানা পুলিশ। শিশুটি বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
শিশুটি উদ্ধারকারী কৃষ্ণনগর এলাকার সবিতা রায় জানান, রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ মন্দিরের সামনে একটি শিশুর কান্নায় তার ঘুম ভাঙ্গে যায়। পরে তার স্বামী ও তিনি ঘর থেকে বের হয়ে দেখতে পায় যে মন্দিরের গেটে একটি সপিং ব্যাগের ভিতরে একটি নবজাতক শিশু কান্না করছে।
পরে তিনি বিষয়টি তাদের প্রতিবেশীদের জানান এবং পুলিশ কে খবর দিলে শিশুটিকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. ননী গোপাল রায় জানান, শিশুটির বয়স এক দিন হবে। জন্মের পরপরই তাকে ঐখানে ফেলে রাখা হয়েছিল এবং শিশুটির নাভী থেকে রক্ত পরতেছিল। তবে বর্তমানে শিশুটি সুস্থ আছে এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
নিউ্জ ডেস্ক / বিজয় টিভি