রাজধানীর বিমানবন্দর সড়কে তিন বাসের রেষারেষিতে শিক্ষার্থী নিহতের ঘটনায় দুই বাস চালক এবং দুই হেলপারকে আটক করা হয়েছে। দুপুরে তাদের আটক করা হয় বলে জানায় র্যাব।
এদিকে শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায়, বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে আশেপাশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা যোগ দেন। এসময় নৌমন্ত্রী শাজাহান খানের বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের উদ্দেশে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং বেপরোয়া গাড়ি চালকদের ফাঁসির দাবিসহ ৯ দফা দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
গতকাল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ও একই কলেজের ছাত্রী দিয়া খানম প্রাণ হারান। এ ঘটনায় রাতে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম।
নিউজ ডেস্ক / বিজয় টিভি