খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবি সদস্য ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত চারজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়না তদন্ত শেষে সকালের দিকে মরদেহগুলো হস্তান্তর করেন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: শামসুদ্দিন ভুইয়া।
এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খোরশেদ আলমসহ অন্যরা।
এর আগে সকাল সোয়া আটটার দিকে নিহতদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স গাজীনগর পৌঁছলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
অপরদিকে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতেই বরগুনার বেতাগী উপজেলার দক্ষিণ বাসন্ডা গ্রামের বাড়িতে পাঠানো হয় নিহত বিজিবি সদস্য মো. শাওন খানের মরদেহ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি