পেঁয়াজ সংকট কেটে গেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে টিসিবি যে ব্যবস্থা রাখে আগের থেকে তা ১০ গুণ বাড়ানো হয়েছে। যাতে রমজানে কোনো সমস্যা না হয়।
গতকাল বিকেলে নগরে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার আয়োজিত ২৮তম বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। পাশাপাশি দেশি পেঁয়াজের ফলনও বাজারে আসতে শুরু করবে। তেলের মজুদ আছে, আন্তর্জাতিক বাজারে তেলের দামও কমেছে। কাজেই আসন্ন রমজানে ভোগ্যপণ্য নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না বলে তিনি আশা ব্যক্ত করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি