টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। যার বাজার মূল্য প্রায় ৯ কোটি ৩০ লাখ টাকা।
গতকাল বিকেলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ফয়সল হাসান খান এসব তথ্য জানান। তিনি জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার কেয়ারি ঘাট এলাকায় বিজিবির একটি দল টহল দিচ্ছিল।
এসময় তিন পাচারকারী মিয়ানমার থেকে সাঁতরে নাফনদী পেরিয়ে ইয়াবার একটি চালান টেকনাফে নিয়ে আসেন। বিজিবি সদস্যরা তাদের থামানোর সংকেত দিলে তারা না থেমে তিনটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে ওই ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি