খুলনায় পরিচয় গোপন রেখে পার্সপোর্ট করতে এলে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বিভাগীয় পার্সপোর্ট অফিসের পরিচালক মোঃ আবু সাঈদ পাসপোর্ট অফিসে আসা এমডি একরাম নামধারী সহেন্দভাজন ব্যক্তিকে ব্যপাক জিজ্ঞাসাবাদ করলে সে এক পর্যায়ে নিজেক রোহিঙ্গা বলে স্বীকার করে।
রোহিঙ্গা একরাম কুতুব আলম ক্যাম্প থেকে গত দুই দিন আগে খুলনার পাইকাগাছা এলাকায় আসে। জানা গেছে, রাজু নামক স্থানীয় এক দালালের মাধ্যমে একরাম খুলনা বিভাগীয় পার্সপোর্ট অফিসে আসে।
এ সময়ে তার প্রয়োজনীয় কাগজপত্র দেখে পাসপোর্ট কর্মকর্তার সন্দেহ হয়। পরবর্তীতে ব্যাপক অনুসন্ধানে সত্য ঘটনা বেরিয়ে আসে। পরে সোনাডাঙ্গা থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ রোহিঙ্গা একরাম ও দালাল রাজুকে গ্রেফতার করে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি