সম্প্রতি পরিবহন ধর্মঘটের কারণে পোশাক রপ্তানিকারকরা আর্থিক ক্ষতিতে আছেন বলে জানিয়েছে বিজিএমইএ। নগরীর দক্ষিণ খুলশীতে এক মতবিনিময় সভায় সংগঠনের নেতারা এ কথা বলেন।
সভায় বিজিএমইএর প্রথম সহ-সভাপতি মঈনউদ্দিন আহমেদ মিন্টু অভিযোগ করেন, শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি দুইদিন পরিবহন মালিক ও শ্রমিকদের ধর্মঘটে জনজীবনের পাশাপাশি আমদানি-রপ্তানি বাণিজ্যও বিঘ্নিত হয়েছে।
পরিবহন ধর্মঘটের প্রভাবে রপ্তানিযোগ্য এক হাজার ১৬৮টি বক্স কন্টেইনার ছাড়াই পাঁচটি জাহাজ বন্দর ত্যাগ করে বলেও জানান মঈনউদ্দিন আহমেদ মিন্টু।
সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি মো. ফেরদৌস, পরিচালক কাজী মাহবুব উদ্দিন জুয়েল, সাইফুল্লাহ মনসুর এবং আমজাদ হোসেন চৌধুরী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি