জেলার শালিখা উপজেলায় ছানি আড়পাগা গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত ছিকমাল মোল্লা (৩৮) ওই গ্রামের মৃত সামাদ মোল্লার ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
গত সোমবার উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের ছানি আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিনই ভুক্তভোগী শিশুটির মা চম্পা বেগম বাদী হয়ে শালিখা থানায় মামলা দায়ের করেন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. তরিকুল ইসলাম জানান, নির্যাতিত শিশুটি তার দাদার সাথে কাছিম বিলে শাপলা তুলতে যায়। সেখান থেকে প্রতিবেশী ছিকমাল মোল্যা শিশুটিকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে পথিমধ্যে নির্জন পাট ক্ষেতের মধ্যে ধর্ষণ করে। পরে শিশুটি ভয়ে চিৎকার করলে তাকে বাড়ি পৌঁছে দেয় এবং শিশুটির অভিভাবককে শিয়াল দেখে ভয় পাওয়ার মিথ্যা গল্প বলে। শিশুটি তার মায়ের কাছে সত্য ঘটনা খুলে বললে অভিযুক্ত ছিকমাল মোল্যা সেখান থেকে পালিয়ে যায়।
ওসি বলেন, ‘আমরা মামলা গ্রহণ করেছি এবং আসামিদের ধরার চেষ্টা চলছে।’ সূত্র: ইউএনবি