সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদস্যরা কুষ্টিয়া সদরের পৌর এলাকার বাড়াদী খালপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতার মো. পিটু (৪৮) খালপাড়া মহল্লার আবুল শেখের ছেলে।
শনিবার র্যাব-১২ এর মিডিয়া অফিসার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৮০৫ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ পিটুকে গ্রেফতার করে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সূত্র: ইউএনবি