দখলদাররা যতই ক্ষমতাবান ও প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।
আজ নগরীর ২নং গেইট থেকে অক্সিজেন মোড় পর্যন্ত নগরসেবায় ক্যারাভান কার্যক্রম চলাকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
এ সময় তিনি মাদক বেচাকেনার আস্তানাগুলোতে সাঁড়াশি অভিযান চালানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। এ সময় তিনি পানি নিষ্কাশন পথগুলো যারা বন্ধ করে রেখেছেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান।
কর্মসূচিতে তার সাথে প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি