চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি সংক্রমণের হারও সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্টে বলা হয়, চট্টগ্রামের ৭টি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে জেলার ৫৮৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জন পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের বাসিন্দা ৪২ জন এবং গ্রামের ১৫ জন। ফলে চট্টগ্রামে এ পর্যন্ত মোট আক্রান্ত ১৯ হাজার ৬ জন। এদিন করোনাক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, গতকাল করোনার সংক্রমণ হার সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ ৯.৭৬ শতাংশ রেকর্ড হয়েছে। এর আগের এ সময়ের সর্বোচ্চ সংক্রমণ হার ৯ দশমিক ১৬ শতাংশ হয়েছিল ৩০ সেপ্টেম্বর।
আজ (শনিবার) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, সংক্রমণ হার বাড়ার এ প্রবণতা অস্বস্তিকর। তবে, এটি শীতের প্রভাব বলে মনে হচ্ছে না। কারণ, এখনো আবহাওয়া যথেষ্ট উষ্ণই আছে। আরো কয়েকটা দিন পর্যবেক্ষণ করতে হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি