চট্টগ্রামে নতুন আরো ৯০ জনের শরীরে করোনারভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৯ দশমিক ২৬ শতাংশ। এ সময়ে করোনাআক্রান্ত হয়ে একজন মারা গেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ রিপোর্টে বলা হয়, চট্টগ্রামের আট ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে গতকাল রোববার ৯৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শহরের ৮০ জনসহ ৯০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। ফলে জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা এখন ১৯ হাজার ৬৪৮ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘সংক্রমণের হার আগের চেয়ে কিছুটা বেড়েছে। তবে সারাদেশের গড় হারের তুলনায় এখনও কম। হাসপাতালে ভর্তির হারও অনেক কম। এতে আমরা অনুমান করি, সংক্রমিতরা বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন। শুধু জটিল রোগীগুলোই হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ সময়ে সুস্থতার হার ৮০ শতাংশের বেশি। অন্যদিকে, মৃত্যুর হার ১ দশমিক ৫ শতাংশ। এসব অবশ্যই আশাব্যাঞ্জক দিক।’
সিভিল সার্জন বলেন, ‘আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত ও কোভিডের চরিত্র বিশ্লেষণে বলা যায়, শীতকালে এর প্রকোপ কিছুটা বাড়তে পারে। অক্টোবর শীতের জন্মমাস বলা হলেও এখনও তাপমাত্রা বেশি আছে। আমাদের চোখ নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে। সে সময়ে কিছুটা বাড়লেও জানুয়ারিতে আবার কমে যাবে। এখন আমাদের সম্মিলিত চেষ্টা থাকতে হবে শীতের সময়টুকুতে সংক্রমণ যথাসাধ্য নিয়ন্ত্রণে রাখার। একমাত্র স্বাস্থ্যবিধিই পারে কোভিড-১৯ সংক্রমণের লাগামকে টেনে ধরতে।’