করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে নতুন করে করে আরো দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা ৩শ’ ছাড়ালো।
একই সময়ে শনাক্ত হয়েছে ১০১ জন। সকালে, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি পাঁচটি, বেসরকারি তিনটি এবং কক্সবাজারের একটি ল্যাবে ৯৮০ জনের নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৮০৯ জনে।
এদের মধ্যে নগরের ১৪ হাজার ৩৫২ জন এবং বিভিন্ন উপজেলার ৫ হাজার ৪৫৭ জন। অন্যদিকে, নতুন করে ৩০ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬০৩ জন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি