চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১০ জন, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। নতুন শনাক্তদের মধ্যে নগরেই ৯৫ জন, বাকি ১৫ জন বিভিন্ন উপজেলার।
অন্যদিকে, টানা ৯ম দিনের মতো করোনায় মৃত্যুহীন দিন গেল চট্টগ্রামে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২০ হাজার ৪৬৫ জন। এদের মধ্যে নগরের ১৪ হাজার ৯৩০ জন এবং বিভিন্ন উপজেলার ৫ হাজার ৫৩৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩০১ জন, যাদের ২০৮ জন নগরের এবং ৯৩ জন উপজেলার।
এ পর্যন্ত করোনা থেকে সুস্থতা লাভ করেছেন ১৫ হাজার ৮৩৬ জন। আজ (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি চারটি, বেসরকারি তিনটি এবং কক্সবাজারের একটি ল্যাব মিলে ৯৮৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১০ জনের দেহে। এদের মধ্যে ৯৫ জন নগরের ও ১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি