চট্টগ্রামে করোনায় আরেকটি মৃত্যুহীন দিন গেল। এ নিয়ে টানা ১১ দিন করোনায় কোন প্রাণহানি হয়নি চট্টগ্রামে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মাত্র ৫৫৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে করোনা পজিটিভ পাওয়া গেছে ৩২ জনের শরীরে। এদের মধ্যে ২৭ জন নগরের এবং ৫ জন বিভিন্ন উপজেলার।
অন্যান্য দিন চট্টগ্রামে সরকারি-বেসরকারি মিলে নয়টি ল্যাবে নমুনা পরীক্ষা হলেও এদিন নমুনা পরীক্ষা হয়েছে মাত্র পাঁচটি ল্যাবে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২০ হাজার ৬৭২ জন। এদের মধ্যে নগরের ১৫ হাজার ৯৯ জন এবং বিভিন্ন উপজেলার ৫ হাজার ৫৭৩ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩০১ জন, যাদের ২০৮ জন নগরের এবং ৯৩ জন উপজেলার।
অপরদিকে এ পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ১৬ হাজার ২৯১ জন। আজ সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি দুটি, বেসরকারি দুটি এবং কক্সবাজারের একটি ল্যাব মিলে ৫৫৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩২ জনের দেহে। এদের মধ্যে ২৭ জন নগরের ও ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি