চট্টগ্রামে নগরে ৬৯ জন আর বিভিন্ন উপজেলায় ২২ জন মিলে গত ২৪ ঘণ্টায় আরও ৯১ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। সরকারি-বেসরকারি ছয়টি ল্যাবে এক হাজার ২৯৮ জনের নমুনা পরীক্ষা করে এসব রোগীর হদিস মিলে।
অন্যদিকে ১৫ দিন বিরতির পর আগেরদিন একজনের মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় নতুনভাবে মারা যাননি কেউ। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত রোগী এখন ২১ হাজার ৯২ জন। এদের মধ্যে নগরের ১৫ হাজার ৪৫২ জন এবং বিভিন্ন উপজেলার ৫ হাজার ৬৪০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩০২ জন, যাদের ২০৯ জন নগরের এবং ৯৩ জন উপজেলার। অন্যদিকে ২৯ অক্টোবর পর্যন্ত করোনা থেকে সুস্থতা লাভ করেছেন ১৬ হাজার ৪৭৩ জন।
আজ (শুক্রবার) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের সরকারি তিনটি, বেসরকারি তিনটি এবং কক্সবাজারের একটি ল্যাব মিলে এক হাজার ২৯৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৯১ জনের দেহে। এদের মধ্যে ৬৯ জন নগরের এবং ২২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মৃত্যু হয়নি কারও।