করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর আশংকা মোকাবেলায় মাক্স ব্যবহার এবং হাত ধোয়া নিশ্চিত করা সময়ের প্রয়োজনীয় কাজ হিসেবে পালন করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।
আজ (সোমবার) সকালে নগরীর রেয়াজউদ্দীন বাজারে করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে মাক্স বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে নগরবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান।
চট্রগ্রাম উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রশাসক এর একান্ত সচিব মো আবুল হাশেম, আর কে রুবেল, সজল দাশ,আবদুস সালাম মাসুম, সালেহ আহমেদ সোলাইমান, মোরশেদুল আলম চৌধুরী, ডাক্তার অঞ্জন কুমার দাশসহ আরো অনেকে।
পরে তিনি বাজারের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং ক্রেতা ও বিক্রেতাদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি