একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ৬টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ হবে। সোমবার সন্ধ্যায় ৪৮টি আসনের মধ্য থেকে দৈবচয়নের ভিত্তিতে এই ৬টি আসন নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ।
ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
পূর্ণাঙ্গভাবে এই ছয়টি আসনের সব কয়টি কেন্দ্রে ইভিএমে ভোট হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি