কোতোয়ালী পাঠানটুলি-২৩ নম্বর ওয়ার্ডে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মনোনীত পদপ্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। রবিবার সকালে ২৩ নম্বর ওয়ার্ডের সকল স্তরের মানুষ এ গণসংযোগে অংশগ্রহণ করেন। এছাড়া, গণসংযোগকালে উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড কমিশনার খান জাবেদ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। গণসংযোগকালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী আসন্ন নির্বাচনে সকলকে নৌকায় মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
এর আগে, সকালে মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নওফেল। এসময় তিনি সাংবাদিকদের বলেন, বিজয়ের মাসে সাধারণ মানুষ স্বাধীনতাবিরোধী চক্রকে পরিত্যাগ করবে, প্রত্যাখ্যান করবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি