চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২১৩ জনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ১২ দশমিক ৮২ শতাংশ। এ সময়ে করোনাক্রান্ত এক রোগীর মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর আটটি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে সোমবার চট্টগ্রামের ১ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষা করে নতুন ২১৩ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের বাসিন্দা ১৮০ জন ও উপজেলার ৩৩ জন।
সোমবার করোনাক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ৩২৫ জন। এতে শহরের বাসিন্দা ২৩০ জন ও গ্রামের ৯৫ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ২৫৬ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ২৫ হাজার ২২ জনে উন্নীত হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি