নির্বাচনে চট্টগ্রাম-৯ কোতোয়ালী-বাকলিয়া আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সমর্থন জানিয়েছেন দেশের অন্যতম বৃহৎ পাইকারী বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা।
বুধবার বিকেলে খাতুনগঞ্জ এলাকায় নওফেলের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এ অভিমত ব্যক্ত করেন। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাট্রিজ অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ৩০ ডিসেম্বর দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন। আপনাদের যদি সাদাকে সাদা ও কালোকে কালো বলার দৃষ্টিভঙ্গি থাকে তবে অবশ্যই নৌকা প্রতীকের প্রার্থীকে মূল্যবান ভোটটি দেবেন।’
সভায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় সংসদে গিয়ে ব্যবসায়ীদের দাবি-দাওয়া জাতীয়ভাবে জানাতে চাই।’ চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমদ সহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি