পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, স্বাধীনতাকে অর্থবহ করতে নিজ দায়িত্বে সবাইকে আন্তরিক হতে হবে।
মন্ত্রী আজ (১৭ ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জনে আমাদের মিলেছে আত্নপরিচয়, মিলেছে আত্মসম্মান এবং হাজার বছরের অপমান থেকে মুক্তি। এই অর্জনের মহানায়ক আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং লাখ লাখ বীর মুক্তিযোদ্ধা। তিনি বলেন, দেশের উন্নয়ন রূপরেখা তৈরিতে ও মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সরকারের অন্যতম বৃহৎ অংশ পরিকল্পনা কমিশন ও পরিকল্পনা মন্ত্রণালয়। দেশকে সামনে এগিয়ে নিতে সকলকে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে, তাহলেই মুক্তিযুদ্ধে শহিদদের আত্মত্যাগের প্রতি যথার্থ সম্মান জানানো হবে ।
অনুষ্ঠানে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ, মোঃ জাকির হোসেন আকন্দ ও মোঃ মামুন-আল-রশীদ বক্তব্য রাখেন। এ সময় মন্ত্রণায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি