চট্টগ্রাম নগরীর ইপিজেড মোড়ে লরিচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, ইপিজেড মোড়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এ সময় লরির নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার জানান, লরিচাপায় গুরুতর আহত দুইজনকে ভোর ৬টার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি