সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসাশিক্ষক এমরান হোসেন রিয়াদ (২৮) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে রেলওয়ের পরিত্যক্ত কলোনিতে এ ঘটনা ঘটে।
সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে রাতে কিছু ভেঙে ফেলার শব্দে রিয়াদের বাবা দরজা খুলে বের হন। এ সময় তিনি দেখতে পান সিকিউরিটি লাইট ভেঙে ফেলেছে কিছু যুবক। তখন কথা কাটাকাটির একপর্যায়ে পাশের ঘর থেকে রিয়াদ বের হন। এ সময় রিয়াদের মা চিৎকার করলে গলায় ছুরি ঠেকায় একজন হামলাকারী। রিয়াদ বাধা দিলে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
হামলাকারীরা মাদকসেবী ধারণা করে ওসি বলেন, হতে পারে ওই পরিত্যক্ত জায়গায় রিয়াদ মাদকসেবীদের বাধা দিয়েছিল। তাই তারা ক্ষিপ্ত হয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে।
নিহতের ফুফাত ভাই জানান, রিয়াদের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজীতে। তিনি সীতাকুন্ড আলিয়া মাদ্রাসার শিক্ষক। বাড়বকুন্ডে তারা ভাড়া বাসায় থাকতেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি