নিউজ ডেস্ক / বিজয় টিভি
চট্টগ্রামে কর্ণফুলীর উত্তর পাড়ে প্রথম পর্যায়ের উচ্ছেদ অভিযান শেষ করেছে প্রশাসন। সদরঘাট থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। বারিক বিল্ডিং এলাকায় গিয়ে উচ্ছেদ অভিযান শেষ হয়।
এ অভিযানের মাধ্যমে নদীর জায়গা দখল করে গড়ে তোলা ২৩০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ উচ্ছেদ অভিযানের মাধ্যমে দীর্ঘদিন ধওে বেদখলে থাকা প্রায় ১০ একর ভূমি উদ্ধার করা হয়। টানা পাঁচ দিনের অভিযানের নেতৃত্ব দেন পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাহমিলুর রহমান। তাকে সহায়তা করেন জেলা প্রাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।
এ ছাড়াও অভিযানে র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি