দেশে গতকাল (০১ মার্চ) পর্যন্ত করোনার ভ্যাকসিন নিয়েছেন মোট ৩২ লাখ ২৬ হাজার ৮২৫ জন। তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৭৫৪ জনের। পার্শ্বপ্রতিক্রিয়া বলতে স্বাস্থ্য অধিদফতর সামান্য জ্বর, গা ব্যথা, গলা ব্যথা, দুর্বলতা, টিকা দেওয়ার স্থান ফুলে যাওয়া বা লাল হওয়াকে বুঝিয়েছে।
সোমবার (০১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর ভ্যাকসিন বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মোট ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২০ লাখ ৮১ হাজার ৮১৬ জন আর নারী ১১ লাখ ৪৫ হাজার ৯ জন। সোমবার ভ্যাকসিন নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৩০০ জন। তাদের মধ্যে পুরুষ ৬৯ হাজার ৬৩৫ জন আর নারী ৪৬ হাজার ৬৬৫ জন।
গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ভ্যাকসিন কর্মসূচি শুক্রবার এবং জাতীয়ভাবে ঘোষিত ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিচালিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিভাগে ৯ লাখ ৮৪ হাজার ৪৮৮ জন, ময়মনসিংহ বিভাগে এক লাখ ৩৯ হাজার ২৮জন, চট্টগ্রাম বিভাগে সাত লাখ চার হাজার ৫৯৯ জন, রাজশাহী বিভাগে তিন লাখ ৫৫ হাজার ৩৮১ জন ,রংপুর বিভাগে দুই লাখ ৯৩ হাজার ৪২৬ জন, খুলনা বিভাগে চার লাখ ৯০৬ জন, বরিশাল বিভাগে এক লাখ ৫১ হাজার ৯৩১ জন, সিলেট বিভাগে এক লাখ ৯৭ হাজার ৬৬ জন ভ্যাকসিন নিয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সোমবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত নিবন্ধন করেছেন ৪৪ লাখ ১৩ হাজার ৮৯২ জন।