নাটোরে ড্রেন খুঁড়তে গিয়ে ৩৭৯টি রাইফেলের গুলি উদ্ধার করেছেন এক কৃষক।
সোমবার (১৪ জুন) সকালে, সদর বালিয়াডাঙ্গা জনৈক আয়নালের জমিতে বর্গাচাষী আফাজ উদ্দিন ড্রেন করার সময় মাটি খুঁড়তে গিয়ে এই গুলির সন্ধান পান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কৃষক আফাজ উদ্দিন একটি কৃষি জমিতে ড্রেন কাটার সময় মাটির নিচে গুলি দেখতে পান। পরে নাটোর সদর থানায় বিষয়টি জানালে পুলিশ সেখানে গিয়ে আরও মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় ৩৭৯টি রাইফেলের গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।