নিউজ ডেস্ক / বিজয় টিভি
কর্ণফুলী নদীর ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে নৌকাডুবিতে নিখোঁজ ৩ জনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন মো. আকবর ও মো. হানিফ। সকালে ইপিজেড থানাধীন কর্ণফুলীর নেভাল বার্থ-১ এলাকায় ভাসমান অবস্থায় এ মরদেহ দুইটি পাওয়া যায়।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেন। নিহত আকবর জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ১ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে। হানিফ একই গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের আবদুল খালেকের ছেলে। এর আগে, রোববার ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এরপর থেকে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে আসছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি