আগামী সপ্তাহে কোভ্যাক্সের আওতায় জাপান থেকে ২৫ লাখ ডোজ অক্সফোর্ডের টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (৭ জুলাই) তার নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, টিকা আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ড. মোমেন বলেন, টিকা আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোভ্যাক্স উদ্যোগের আওতায় জাপান থেকে ২৫ লাখ টিকা আসতে পারে। জাপান থেকে টিকা পাওয়ার বিষয়ে আমরা প্রত্যাশা করছি।
এসময় তিনি আরও বলেন, চীন থেকে প্রতি মাসে সিনোফার্ম উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার ৫০ লাখ ডোজ করে তিন মাসে দেড় কোটি টিকা আসবে।