কোভিড-১৯ টিকা সুষ্ঠুভাবে প্রয়োগের জন্য অনলাইনে ডিজিটাল নিবন্ধন সিস্টেম চালু করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী সম্মেলন কক্ষে কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষ্যে অনলাইন রেজিস্ট্রেশন বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।
জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ জানুয়ারি বুধবার বিকেল তিনটায় রাজধানীর কূর্মিটোলা হাসপাতালে কোভিড-১৯ টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করবেন এবং ২৮ জানুয়ারি কূর্মিটোলা হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৬৯০ জনকে টিকা দেয়া হবে।
ইতোমধ্যে দেশে ৭০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা ভারত থেকে দেশে পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ৮ ফেব্রয়ারি সারাদেশে কোভিড-১৯ টিকা প্রয়োগের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনলাইনে যুক্ত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম ও স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানসহ স্বাস্থ্য এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কিভাবে টিকা নিতে হবে, টিকা নেয়ার জন্য কিভাবে নিবন্ধন করতে হবে ও কোথায় গিয়ে টিকা নেয়া যাবে এসব কিছু জানতে ইতোমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কমর্ংকর্তা-কর্মচারিরা কোভিড-১৯ টিকা ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ সফটওয়্যারটি প্রস্তুত করেছে।
স্বাস্থ্য মন্ত্রনালয়, অধিদপ্তর, এমআইএম, আইসিডিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের পরামর্শ অনুয়ায়ী এই ‘সুরক্ষা’ সফটওয়্যারটি প্রস্তুত করা হয়েছে।