১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘নবাব এলএলবি’। ২০২০ সালে ওয়েবে মুক্তি পাওয়া চিত্রনায়ক শাকিব খানের ‘নবাব এলএলবি’ ছবিটিতে এক দৃশ্যে পুলিশকে হেয় করার অভিযোগে পর্নোগ্রাফি আইনে পরিচালক ও এক অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।
সেই মামলায় প্রথমে গ্রেফতার, পরে জামিন পান তারা। সম্প্রতি শাকিব খান অভিনীত আলোচিত ‘নবাব এলএলবি’ সিনেমাকে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। প্রেক্ষাগৃহে মুক্তিও পেয়েছিল ছবিটি।
ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছিল নির্মাতা অনন্য মামুন। নতুন খবর হল, এবার ঈদে শাকিবের ‘নবাব এলএলবি’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে টিভি পর্দায়।
ঈদের দ্বিতীয় দিন দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে শাকিবের ‘নবাব এলএলবি’ ছবিটি।
‘নবাব এল এল.বি’ ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনন্য মামুন। এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, রাশেদ অপু, শহীদুজ্জামান সেলিম সহ আরও অনেকে।
এই ছবি আলোচনায় এসেছিল একটি কারণে। অনলাইনে ভাইরাল হয়েছিল এই সিনেমার একটি দৃশ্য। ওই দৃশ্যে ধর্ষিতা নারী মামলা করার জন্য থানায় যান। সেখানে পুলিশের এসআই ওই নারীকে বিব্রতকর বিভিন্ন প্রশ্ন করেন। এই দৃশ্য নিয়ে বাধে বিপত্তি।