১৯৭৫ সালের ১৫ আগস্ট শেষ রাত থেকে ১৬ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরদেহ দাফন পর্যন্ত কী ঘটেছিল; ইতিহাসের সেই নির্মম কাহিনির আলোকে নির্মাণ করা হয়েছে সিনেমা ‘আগস্ট ১৯৭৫’।
সম্প্রতি ছাড়পত্র পেল বিশেষ চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’। গেল ১০ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সিনেমাটি প্রদর্শনের জন্য বিনা কর্তনে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রযোজক সেলিম খান জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিনেবাজ অ্যাপে মুক্তি দেয়া হচ্ছে ছবিটি। এই অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।
‘আগস্ট ১৯৭৫’ সিনেমার কাহিনি ও চিত্রনাট্য করেছেন শামীম আহমেদ রনী। মহামারির কারণে এখনই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাইছেন না এর প্রযোজক ও পরিচালক সেলিম খান।
গেল বছর জুলাইতে ‘আগস্ট ১৯৭৫’ সিনেমাটির শুটিং শেষ হয়েছিল। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, তৌকীর আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানভীন সুইটি, তাসকিন রহমান, শাহেদ আলী, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু সহ অনেকে।
সেলিম খান জানান, করোনার কারণে অধিকাংশ সিনেমা হল বন্ধ। প্রত্যাশার সিনেমাটি ছন্নছাড়াভাবে এখনই হলে দিতে চান না তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার আশা করছেন তিনি।