সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’। সবশেষ সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয় প্রযোজক খোরশেদ আলম খসরু প্রযোজিত ও পরিচালক এস এ হক অলিকের সিনেমা ‘গলুই’।
আর এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো সরকারি অনুদানের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। ‘গলুই’ সিনেমাতে এবার মাঝির চরিত্রে পর্দায় হাজির হবেন এই নায়ক।
নৌকা বাইচ, একজন মাঝির জীবন জীবিকা, প্রেম, ভালোবাসা ও এর মধ্য দিয়ে সমাজের প্রতিচ্ছবি নিয়ে নির্মিত হবে ‘গলুই’। তবে শাকিব খানের সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি। বর্তমানে ‘গলুই’-এর লোকেশন দেখার কাছে জামালপুর রয়েছেন নির্মাতা। সেখান থেকে ফিরে শাকিবসহ অন্যান্য শিল্পীদের সঙ্গে চুক্তি করা হবে। একটা মহরত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার কথা রয়েছে।
এছাড়া কুমার বিশ্বজিৎ ও হাবিব ওয়াহিদ ছবিতে গান করবেন। ছবিটি ২০২০-২১ অর্থ বছরে ৬০ লাখ টাকার অনুদান পেয়েছে। এটি শাকিবের ক্যারিয়ারের প্রথম অনুদানের ছবি হতে যাচ্ছে।