বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে। এরই মধ্যে নতুন করে নির্বাচনী বাতাস বইতে শুরু করেছে। তবে সেই বাতাস আর গত বছরের মতো অনুকূলে থাকছে না বর্তমান কমিটির নেতৃত্বে থাকা মিশা-জায়েদ প্যানেলে। এবার ক্ষমতা ধরে রাখতে তাদের লড়াই করতে হবে শক্ত আরেকটি প্যানেলের সঙ্গে।
জানা গেছে, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে এবার সভাপতি পদে প্রার্থী হচ্ছেন ঢালিউড কিং খান খ্যাত শাকিব। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে দেখা যাবে অভিনেত্রী নিপুণকে। এর মধ্যে দিয়ে দুই মেয়াদে চার বছর পর আবারও শিল্পীদের সভাপতি পদের জন্য লড়বেন ‘বীর’ শাকিব। এরআগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা তিনবার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
২০১৭ সালে মিশা-জায়েদ প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে নিপুণের। গত নির্বাচনেই গুঞ্জন উঠেছিল সভাপতি পদে লড়বেন এ অভিনেত্রী। শেষ পর্যন্ত তিনি সরে যান। তবে এবার বেশ জোরেসোরেই তার নামটি শাকিব খানের সঙ্গে সেক্রেটারি পদে শোনা যাচ্ছে।
এদিকে জায়েদ খানের সঙ্গে সভাপতি হিসেবে প্যানেলে যোগ দেবেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তাদের সঙ্গে থাকবেন রুবেল, আলেকজান্ডার, জয় চৌধুরীসহ বর্তমান কমিটির অনেকেই।
সূত্র বলছে, টানা দুই মেয়াদে সভাপতি পদে দায়িত্ব পালন করা মিশা সওদাগর এবার সভাপতি পদে প্রার্থী হচ্ছেন না। তার দেখা মিলতে পারে শাকিব-নিপুণ প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদে।
শাকিব-নিপুণের প্যানেল থেকে দেখা মিলতে পারে ফেরদৌস, মৌসুমী, পূর্ণিমাসহ নানা প্রজন্মের আরও কয়েকজন তারকার। জানা গেছে, সিনেমার অভিজ্ঞ ও নামি দামি শিল্পীদের নিয়ে একটি চমক জাগানিয়া তারকাবহুল প্যানেলের দিকে মন দিচ্ছেন শাকিব-নিপুণ।