দেশীয় চলচ্চিত্র দুনিয়ার আলোচিত-সমালোচিত অভিনেতা শরিফুল ইসলাম রাজ। সম্প্রতি এই চিত্রনায়কের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঢালিউডের তিন অভিনেত্রীর কিছু ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় তৈরি হওয়া বিতর্ক বর্তমানে টক অব দ্য কান্ট্রিতে রূপ নিয়েছে। বিষয়টিকে ঘিরে উত্তাল নেটদুনিয়া। তবে কিভাবে এসব ছবি ও ভিডিও ফাঁস হলো সেটা জানা নেই বলে দাবি করেছেন রাজ।
এদিকে, ব্যক্তিগত মূহুর্তের ভিডিও ফাঁস হওয়ায় বিপাকে পড়েছেন এই অভিনেত্রীরা। যার ফলে মামলার পথে হাঁটবেন বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে ২ জুন একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজ। যেখানে তিনি বলেছেন, ‘তারা হেনস্তার স্বীকার, ভুক্তভোগী। মামলা করতেই পারে। মামলা করলে ভালো হবে এবং মামলা হওয়ার পর তদন্ত হবে। তদন্তে আসল ঘটনা বের হয়ে আসবে। মামলা করলেই আসল কালপ্রিট কে, তা জানতে পারবে জাতি।
পাশাপাশি মামলায় জেলে যেতে হলে তাতেও আপত্তি নেই জানিয়ে রাজ বলেছেন, ‘এ মামলায় আমাকে জেলে যাওয়া লাগলে আমি যাব। তবে আমি বলতে চাই, আমি কোনো অন্যায় করিনি। যেহেতু আমার আইডি থেকে এটি প্রকাশিত হয়েছে, আমার নামেই মামলা হবে, এটাই স্বাভাবিক। এ মামলাকে আমি স্বাগত জানাই।
তবে পুরো বিষয়টি নিয়ে পরীমনির নাম এলেও তার সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি নয় রাজ। অভিনেতা বলেছেন, ‘সে আমার স্ত্রী, আমার বাচ্চার মা। তাকে নিয়ে আমি কোনো বাজে মন্তব্য করতে চাই না।’