২৯ জুন থেকে দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত সিনেমা প্রিয়তমা। ঈদের আগে থেকেই সিনেমাটি ছিল দর্শক আকর্ষণে। ঈদের দিন সিনেমাটি দেখার পর সেই উন্মাদনা যেন আরও বেড়ে গেছে।
দর্শক-ভক্তদের এমন উন্মাদনার মাঝেই এল আরও একটি সুখবর। বিদেশে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আমেরিকা ও কানাডায় সিনেমাটি মুক্তি পাবে ৭জুলাই।
আমেরিকা ও কানাডায় সিনেমাটি পরিবেশনা করবে স্বপ্ন স্কেয়ারক্রো নামের প্রতিষ্ঠান। এর প্রেসিডেন্ট সজিব সপ্তক নিজের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, এ উৎসবের সময়টাতে বিদেশে বাংলা ভাষাভাষিরা বাংলাদেশের সিনেমা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন না।
সজিব লিখেছেন, ঈদুল আযহার যে ২টি সিনেমা নিয়ে বাংলাদেশে এ মুহুর্তে তুমুল আলোচনা ও উত্তেজনা চলছে তার একটি, ‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে কানাডা ও আমেরিকাজুড়ে ৭ জুলাই।
প্রথম সপ্তাহের থিয়েটার লিস্ট চলে আসবে বাংলাদেশ সময় ৪ জুলাই সকালে। প্রিয়তমা সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।