সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত স্লোগান ‘খেলা হবে’। বাংলাদেশের সংসদ সদস্য শামীম ওসমানের মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয় এই স্লোগান। প্রথমে শুধু বাংলাদেশে স্লোগানটি ছড়িয়ে পড়লেও, পরবর্তীতে তা ভারতের পশ্চিমবঙ্গেও দারুণভাবে জনপ্রিয়তা পায়। সেখানে এ স্লোগান দিয়ে গান পর্যন্ত বানানো হয়েছে। এবার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ছাড়িয়ে সুদূর বলিউডে পৌঁছে গেছে ‘খেলা হবে’ স্লোগানটি।
৪ জুলাই মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ সিনেমার ট্রেলার। ট্রেলারটিতে আলিয়ার মুখে শোনা গেছে ‘খেলা হবে’ স্লোগান। এ ছবিতে রানী চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। যেখানে তাকে দেখানো হয়েছে শিক্ষিত, বুদ্ধিমতী বাঙালি নারী হিসেবে।
অন্যদিকে ছবিটিতে রণবীর সিং অভিনয় করেছেন, পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে জ্ঞানশূন্য, পাঞ্জাবি তরুণের চরিত্রে।
পরিচালক করণ জোহর নির্মিত এ ছবিতে রণবীর-আলিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া বচ্চন, শাবানা আজমিসহ আরো অনেকেই।
এদিকে প্রকাশিত ট্রেলারের একটি অংশে আলিয়ার মুখে ‘খেলা হবে’ স্লোগানটি শুনে অবাক টালিউড তারকারাও। শুভশ্রী-সৌমিতৃষারা ইনস্টাগ্রামে ছবির ট্রেলার শেয়ার করে লেখেন, ‘খেলা হবে’। এই খেলা কতটা জমজমাট হবে, তা জানা যাবে ২৮ জুলাই ছবি মুক্তির পর।