বিমান আর পাইলটের গল্প যে এবারই প্রথম, তা কিন্তু নয়। এর আগে মিজানুর রহমান আরিয়ানের ফ্রেমে এগুলো দেখা গেছে, ‘ব্যাচ ২৭’ টেলিছবিতে। আবার মানুষ পুড়ে কয়লা হয়ে ফেরার ভয়ংকর গল্পটাও তিনি দেখিয়েছেন টেলিছবি ‘২২শে এপ্রিল’-এ। তবে দুটো ছিল আলাদা গল্পের দুটো টেলিছবি।
এবার নির্মাতা দুটো বিষয়কে এক সুতোয় গেঁথে নিলেন সিনেমার ক্যানভাসে। খুব শীঘ্রই আরিয়ান হাত দিচ্ছেন তার নতুন সিনেমা ‘ফ্লাইট ২২৭’র শুটিংয়ে। এদিকে রেফারেন্সের সঙ্গেও দারুণ মিল রয়েছে সংখ্যায়- ‘ব্যাচ ২৭’ এবং ‘২২শে এপ্রিল’।
নির্মাতা জানান, আগের দুটি টেলিছবির গল্পের সঙ্গে একচুলও সংযোগ নেই তার আসন্ন সিনেমা ‘ফ্লাইট ২২৭’র। সিনেমাটির গল্প, চিত্রনাট্য আর সংলাপ যথারীতি নির্মাতারই লেখা।
এদিকে আরিয়ান নিজের ভেরিফায়েড ফেসবুকে সিনেমাটির ডামি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন- ‘জীবন হঠাৎ থমকে যায়!’
অনুমান করা যাচ্ছে, এবারের গল্পটি আরিয়ান সাজিয়েছেন বিমান দুর্ঘটনার মতো স্পর্শকাতর, নির্মাণে চ্যালেঞ্জিং ও ব্যয়বহুল একটি প্রজেক্ট। যেটি করতে তাকে আর্থিক সাপোর্ট দিচ্ছে একটি ওটিটি প্ল্যাটফর্ম। সিনেমাটি মুক্তি পাবে ওটিটির পর্দায়।
এদিকে ‘ফ্লাইট ২২৭’ প্রসঙ্গে আরিয়ান সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা একসঙ্গে অনেকগুলো গল্প। কখনও সম্পর্কের, কখনও প্রেমের, কখনও বন্ধুত্বের আবার কখনও ক্রাইসিসের গল্প। এটা মূলত একটা জার্নির গল্প। কী জার্নি, কোথায় জার্নি, এই জার্নির শুরু এবং শেষ কোথায়- সব জানা যাবে সিনেমায়’।
২৫ জুলাই রাতে নির্মাতার প্রকাশিত পোস্টরে এটুকু স্পষ্ট যে, একটি উড়োজাহাজ ভূপাতিত হয়ে পুড়ে প্রায় ছাই, কুণ্ডলি পাকিয়ে আকাশ ছুঁয়ে দিচ্ছে ধোঁয়া। ঈগলচোখে তোলা পোস্টারের সেই ছবিটি আভাস দিচ্ছে ভয়ংকর এক বাস্তবতার। তবে সিনেমাটির কাস্টিং, শুটিং কিংবা মুক্তির তারিখ সম্পর্কে কিছুই জানাননি নির্মাতা আরিয়ান।