ঢালিউড কিং খ্যাত অভিনেতা শাকিব খান। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত তার অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’ দেশের প্রেক্ষাগৃহ কাপিয়ে, দেশের বাইরে কানাডা ও আমেরিকায়ও দর্শকের মাঝে তুমুল সাড়া ফেলেছে।
এদিকে কাজের সূত্র ধরে পশ্চিমবঙ্গেও রয়েছেন ঢাকাই কিংয়ের অসংখ্য ভক্ত-অনুরাগী। প্রিয় তারকার এই সিনেমাটি দেখার জন্য তাদেরও আগ্রহের কমতি নেই।
কলকাতার শাকিবিয়ানদের জন্য সুখবর হলো, খুব শীঘ্রই ‘প্রিয়তমা’ দেখার সুযোগ পাবেন তারাও। ২৯ জুলাই থেকে কলকাতায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর।
জানা গেছে, সেখানে সিনেমা দেখার জন্য টিকিটের কোনো বিক্রয়মূল্য নেই। ফ্রি পাস সংগ্রহ করলেই ওপার বাংলার দর্শকরা দেখতে পারবেন শাকিব-ইধিকা অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’।
এবারের চলচ্চিত্র উৎসবে ৪৫টি পূর্ণদৈর্ঘ্য, দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তিনটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। সেখানেই দেখানো হবে হিমেল আশরাফ পরিচালিত ব্লকবাস্টার খ্যাত সিনেমা ‘প্রিয়তমা’।
২৭ জুলাই উদ্বোধন করা হবে চলচ্চিত্র উৎসবটির। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়াও শোনা যাচ্ছে, অনুষ্ঠানটিতে উপস্থিত থাকতে পারেন ঢালিউডের অভিনেতা ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী অপু বিশ্বাস।