২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে ওপার বাংলার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে। সাধারণ মানুষের টাকায় নিজের ফ্ল্যাট কেনার মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ৩১ জুলাই বেশ কয়েকজন প্রবীণ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির দপ্তরে হাজির হয়েছিলেন। সেখানেই নুসরাত জাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
তৃণমূলের এই সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠে, ২০১৪ সালে তার প্রতিষ্ঠান ৪২৯ জনের কাছ থেকে ৫ লাখ ৫৫ হাজার টাকা করে নিয়েছিল ফ্ল্যাট দেওয়ার নাম করে। কিন্তু প্রায় ৯ বছর কেটে যাওয়ার পরও ফ্ল্যাট বুঝে পায়নি বিনিয়োগকারীরা।
সময় মতো ফ্ল্যাট না পেয়ে এর আগেও ভুক্তভোগীরা অভিযোগ করেছিলেন গড়িয়াহাট থানায়। আলিপুর কোর্টেও এ নিয়ে মামলা দায়ের করা হয়েছিল অভিনেত্রীর বিরুদ্ধে।
তবে তারা এখনো ফ্ল্যাট কিংবা টাকা কোনোটিই পাননি। তাই শেষ পর্যন্ত ইডির কাছে নালিশ করেছেন ভুক্তভোগীরা।
অন্যদিকে, অভিযোগকারীদের ওপরে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান।