ঢাকাই রঙ্গিন দুনিয়ার নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক প্রয়াত আসলাম তালুকদার মান্না। মৃত্যুর ১৫ বছর পর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’ । ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
মান্নার মৃত্যুর পর বেশ কয়েকবার মুক্তি দিতে চাইলেও নানা জটিলতায় আলোর মুখ দেখেনি সিনেমাটি। তবে মান্না ভক্তদের জন্য সুখবর হচ্ছে, চলতি বছরের ১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে ‘জীবন যন্ত্রণা’ সিনেমাটি। সংবাদমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়কার গল্পের সিনেমা ‘জীবন যন্ত্রণা’। তাই মুক্তিযুদ্ধের বিশেষ দিনকে সামনে রেখেই সিনেমাটি মুক্তি দিতে চাই।
মুক্তিযুদ্ধের সময় একদল যৌনকর্মী মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জীবন যন্ত্রণা’। এ সিনেমায় মান্নার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। তাছাড়া, বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন বাপ্পারাজ, পপি ও মিশা সওদাগরসহ অনেকে। খোরশেদ আলম খসরুর সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন জাহিদ হোসেন।