ছাত্র আন্দোলনের জের ধরে সরকার কর্তৃক সহিংসতায় গত জুলাই মাসে দেশজুড়ে বিরাজ করছিল স্থবিরতা। এরপর ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছাড়ার মাধ্যমে গত ৫ আগস্ট পাল্টে যায় দেশের রাজনৈতিক সমীকরণ। অন্তর্বর্তী সরকার দেশের হাল ধরতেই শুরু হল ভয়াবহ বন্যা বিপর্যয়। ফলে স্বস্তি ফিরতে বাধা ঘটে জনজীবনে, বিলীন হয়ে যায় আনন্দ।
এ সকল পরিস্থিতির প্রেক্ষিতে জুলাই-আগস্ট মাসজুড়ে যেন বিনোদন জগতের অনেকটাই বাইরে ছিল সাধারণ মানুষ। দেশে বিরাজ করা এমন স্থবিরতায় যেন রীতিমতো থমকে যায় দেশের সিনেমা হল থেকে শুরু করে ওটিটি প্লাটফর্মগুলোও। সেটি ফেরাতেই এগিয়ে এসেছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্ল্যাটফর্মটি মুক্তি দিতে যাচ্ছে তাদের নতুন ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’।
এর আগে গত ১৬ জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চরকিতে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘বাজি’। এরপর আর কোনো দেশি কনটেন্ট মুক্তি পায়নি। কারণ, সরকার পতন, অন্তর্বর্তী সরকার গঠন ও বন্যা পরিস্থিতির মাঝে নতুন কনটেন্ট মুক্তি দেওয়ার সুযোগ পাচ্ছিল না প্লাটফর্মগুলো। এবার দুই মাসেরও বেশি সময় পর নতুন সিনেমা দিয়ে গতি ফিরছে এই ওটিটির।
নতুন এই ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’ বানিয়েছেন রবিউল আলম রবি। যেখানে নোটবিহীন একটি সুইসাইডের জের ধরে অপরাধবোধে আক্রান্ত দুই নারীর ভালোবাসা ও হারানো স্মৃতি খোঁজার গল্প তুলে ধরা হয়েছে। এতে জুটি হিসেবে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও ইয়াশ রোহান। আরও আছেন বিজরী বরকতুল্লাহ, ইরফান সাজ্জাদ প্রমুখ।
বৃহস্পতিবার রাতে চরকির ফেসবুক পেজে ফরগেট মি নট ওয়েব ফিল্মের পোস্টার প্রকাশের মাধ্যমে জানানো হয় মুক্তির তারিখ।