জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ‘সেভি অ্যাওয়ার্ড ২০২৪’। ১০ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসেছিল এ অনুষ্ঠানের প্রথম আসর। অনুষ্ঠানটি আয়োজন করে আইসি ফিল্মম।
সেভি মূলত মালয়েশিয়ার বিখ্যাত স্কিন কেয়ার ও কসমেটিকস ব্র্যান্ড। বিশ্ববাজারে সাজ-সজ্জার অনুষঙ্গ হিসেবে নারীদের কাছে প্রাধান্য পেয়ে আসছে মালয়েশিয়ার বিখ্যাত এ ব্র্যান্ডটি। এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মধ্যে দিয়েই ‘সেভি বাংলাদেশ’ যাত্রা শুরু করলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভি বাংলাদেশের চেয়ারম্যান ফয়সাল আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর আলম, সেভি মালয়েশিয়ার পরিচালক লি টিক চুং, হোন আহ লেং ও লি শক্স পাউ, সেভি মালয়েশিয়ার ম্যানেজার লাই ইউ এবং সেভি বাংলাদেশের প্রধান উপদেষ্টা শিশির সরদার সহ আরও অনেকে।
অনুষ্ঠানে সেভি বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে চিত্রনায়িকা রাজ রিপা ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪৪টি বিভাগে বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়। গুণীজন সম্মাননার পাশাপাশি আয়োজন করা হয় জমকালো ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, মিলা, ইমরান মাহমুদুল ও তানজিব সারোয়ার।